ছবি: সংগৃহীত |
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে থাকাকালীন দুর্নীতির অভিযোগ এবং আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের শাস্তি হিসেবে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সনাৎ জয়সুরিয়া। শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক, বিশ্বকাপজয়ী ক্রিকেটার, সাবেক সংসদ সদস্য ও দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যক্তিত্বকে নিষিদ্ধ করার ঘটনা ক্রিকেটবিশ্বে বেশ চমক হয়ে এসেছে। যদিও কিছু একটা যে ঘটতে যাচ্ছে, এটা আগে থেকেই অনুমিত ছিল।
২০১৮ সালের অক্টোবরে জয়সুরিয়ার বিরুদ্ধে দুর্নীতি-সংক্রান্ত দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে আইসিসি। একটি ছিল আইসিসি দুর্নীতি দমন ইউনিটের (আকসু) তদন্তে সহযোগিতা না করা। আরেকটি ছিল ইচ্ছাকৃতভাবে দুর্নীতি-সংক্রান্ত তথ্যাদি গোপন, বিকৃত বা ধ্বংস করে তদন্তে বিঘ্ন সৃষ্টি করা বা বিলম্ব ঘটানো।
তদন্ত চলাকালীন যে মোবাইল ফোন ব্যবহার করছিলেন জয়সুরিয়া, আকসু তাঁর কাছে সেটি চাইলেও লঙ্কান কিংবদন্তি সেটি দিতে অস্বীকৃতি জানান। অক্টোবরে আইসিসি আনুষ্ঠানিক অভিযোগ আনার ঠিক পরদিনই এক বিবৃতিতে জয়সুরিয়া দাবি করেছিলেন, তিনি সব সময়ই স্বচ্ছতা ও সততার সঙ্গে নিজের কার্যক্রম পরিচালনা করেছেন। ম্যাচ ফিক্সিং বা উইকেটের চরিত্র বদল বা অন্য কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না বলেও জানিয়েছিলেন তিনি।
তবে মঙ্গলবার নিষেধাজ্ঞা ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, জয়সুরিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ দুটি স্বীকার করেছেন এবং যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা মেনে নিয়েছেন। এর আগে লঙ্কান ক্রিকেট বোর্ডকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেয় আইসিসি। বোর্ডের ‘দুর্নীতির চক্র’ ভাঙতে বছরখানেক ধরে যে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আকসু, সেই ধারাবাহিকতায়ই এলো জয়সুরিয়ার শাস্তির ঘোষণা।
সূত্র : এন টিভি বিডি ডট কম খেলাধুলা