ছবি: সংগৃহীত |
সামান্য ছুঁয়ে ফেলা থেকেও যে ঘটতে পারে নানান রকম অঘটন সেটা একেবারেই জানেন না বহু মানুষ। তাই আমরা বিভিন্ন সময় না জেনে ছুঁয়ে ফেলি অনেককে। আমরা ছুঁয়ে ফেলা নিয়ে বেশী কিছু ভাবি না, কারণ ছুঁয়ে ফেলা থেকে যে কারোর কোন ক্ষতি হতে পারে সে সম্পর্কে আমাদের কোন আইডিয়াই নেই।
পৃথিবীতে সবথেকে বেশী জীবানু ছড়ায় না ধোয়া হাত থেকে। আমরা বিভিন্ন সময়ে হাত দিয়ে নানা কাজ করে থাকি এবং পরে ভুলে যাই কি কি কাজ আমরা করেছিলাম এবং শেষে সেই হাত দিয়েই আমরা নানান কাজ শুরু করে দিই।
আমাদের জানতে হবে যে যদি আমরা সাবধান না হই এবং নানান অঙ্গে সেই হাত দিয়ে স্পর্শ করি, তাহলে আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সেই সমস্যা বেড়ে গিয়ে আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় আমরা হারিয়ে ফেলতে পারি।
তাই জীবাণু যুক্ত হাত নিয়ে কোথায় কোথায় স্পর্শ করা একদমই উচিত নয় সেটা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। না জানলে কি হতে পারে সেই নিয়েও আমাদের সাবধান থাকতে হবে।
কারণ যদি আমরা না জানি এই অবাঞ্ছিত রোগ এবং জীবাণু থেকে ঠিক কিভাবে আমরা বাঁচবো, তাহলে আমাদের বাঁচার চেষ্টা জোরদার হয়ে উঠবে না কোনমতেই। আসুন জেনে নেওয়া যাক কোন কোন অঙ্গ ভুলভাবে ছুঁয়ে ফেলা সম্পর্কে আমাদের সাবধানে থাকতে হবে…
চোখঃ – শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ হল চোখ। তাই ভুলভাল জায়গা থেকে ঘুরে এসে চোখে হাত দেবেন না একেবারেই। আর যদি ভুল করে হাত দিয়েও দেন এবং চোখ জ্বালা শুরু করে তাহলে চোখে জলের ঝাপটা দিন তাড়াতাড়ি।
নাকঃ – নাক শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অঙ্গ। সামান্য আঘাতেই ঘটতে পারে রক্তপাত। তাই কখনোই নাকে আঙ্গুল ঢোকাবেন না এবং নাকে আঙ্গুল ঢোকালে লোকে আপনাকে নোংরাও ভাবতে পারে।
কানঃ – শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কান। অনেকেই দেশলাই কাঠি এবং অন্যান্য অনেক জিনিস দিয়ে কান চুলকে থাকেন, কিন্তু এভাবে কান চুলকানোয় যে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে সেই ব্যাপারে একদমই কেউ ভাবে না। তাই নিজের শরীরের কথা না ভেবে অনেকেই এমন ভুল ভাল কাজ করে থাকে এবং পরে সেই কাজ করার জন্য ভোগেন।
আজ থেকে সতর্ক হন। ভুলেও এইসব কাজ করা বন্ধ করুন, বিশেষ করে নোংরা হাতে বাচ্ছা ও নারীদের এইসব অঙ্গে হাত দেবেন না। হতে পারে মারাত্মক বিপদ। সাবধান হন এবং অপরকে সাবধান করুন।
সূত্র : দেশী গুরুজি নানাবিধ