Friday, March 8, 2019

‘ছেলের চেয়ে বাপ মজার’

ছবি: সংগৃহীত
অমিতাভ বচ্চন যেন এক পৌঢ় তরুণ। বলিউডের যেকোনো বয়সী নায়িকার বাসনা, অমিতাভ যদি তাঁর নায়ক হতেন, অন্তত পর্দায়! তাপসী পান্নুও সেই দলে। তবে তাপসী জানেন, বিতর্কিত কোনো গল্পেও সেই চেষ্টা করা যাবে না। অমিতাভের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা বা তাঁর নায়িকা হওয়া অযৌক্তিক এক ভাবনা। তাই আপাতত ভিন্ন মোড়কে তাঁর সঙ্গে অভিনয় করেই খুশি থাকতে হলো বলিউডের এই নতুন অভিনয়শিল্পীকে।

বদলা’ নামের নতুন একটি ছবি করেছেন অমিতাভ বচ্চন। শিগগিরই মুক্তি পাচ্ছে ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নুকে। ‘পিঙ্ক’ ছবির পর আবারও এই কিংবদন্তির সঙ্গে কাজের সুযোগ পেলেন তাপসী। সেটাও কি কম রোমাঞ্চকর? এ নিয়ে তাপসী বললেন, ‘যেবার তাঁর সঙ্গে “পিঙ্ক”-এ অভিনয় করলাম, আমি তো ভয়েই অস্থির। অথচ দ্রুত সব ভয়ডর সরিয়ে কাজে নামতে হয়েছিল। আমার বয়সী কাউকে তাঁর নায়িকা হিসেবে কখনোই দেখা যাবে না, এমনকি বিতর্কিত কোনো গল্পেও না। তবু যে সুযোগটা পাওয়া গেছে, সেটাও কম নয়।’

তাপসী মনে করেন, অমিতাভ বচ্চনের সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজের সুযোগ এক বিরাট উপহার। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব নির্ভার বোধ করেছি। “পিঙ্ক”-এর সময় বুঝেছিলাম, মানুষ হিসেবে তিনি দারুণ মজার। এবার তো মনে হলো, তিনি বন্ধু হয়ে ফিরেছেন।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে, অমিতাভ ও তাঁর ছেলে অভিষেক বচ্চন, দুজনের সঙ্গেই কাজ করেছেন তাপসী পান্নু। ‘মনমর্জিয়া’ ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তাঁর। নিজে থেকেই তাপসী স্বীকার করেছেন, ‘ছেলের চেয়ে বাপের সঙ্গে কাজ করেই বেশি মজা পেয়েছি।’

অমিতাভ বচ্চনের নায়িকা হয়ে বিতর্ক সৃষ্টি করতে চান না তাপসী পান্নু। বরং সহজ পথে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছেন তিনি। নিজের ক্যারিয়ার তৈরির কাজটি বেশ ভালোভাবেই করতে পেয়েছেন তাপসী পান্নু। অন্তত নিজে তিনি সেটা বিশ্বাস করেন। শাহরুখ খানের স্ত্রী গৌরীর প্রযোজনা সংস্থা থেকে কাল শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘বদলা’।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল