ছবি: সংগৃহীত |
পুলওয়ামা ঘটনার নিন্দের পাকিস্তানি শিল্পীদেরও ভারতে বয়কট করার কথাবার্তা শুনতে পাওয়া যায়। তবে এক্ষেত্রে নাকি উল্টো সুর টেনেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ‘নমো ভক্তি’ নামে একটি গ্রুপ থেকে একটি মেসেজ ছড়ায় যেখানে শাহরুখ খানকে বলতে দেখা গেছে যে পাকিস্তানি শিল্পীদের বয়কট করলে ভারত ছাড়বেন বলিউড বাদশা শাহরুখ খান!
যদি ভারতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বয়কট করা হয় তাহলে আমি ভারত ছেড়ে চলে যাবো। তবে এই ঘটনার সত্যতা এখনও খুঁজে পাওয়া যায়নি। বেশ কিছু দিন ধরেই এই বার্তাটিকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরাতে দেখা গেছে। ট্যুইটারেও এর একাধিক শেয়ার হয়েছে।মেসেজটি ভারতীয় জনতা পার্টি বিজেপির ফেসবুক পেজ বিজেপি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়েছে।
তবে কোনো স্বীকৃত গণমাধ্যমের তরফ থেকে এরকম কিছু বার্তা পাওয়া যায়নি যাতে শাহরুখের এমন কর্মকান্ডের উল্লেখ রয়েছে। বাস্তবে ১৪ ফেব্রুয়ারি সংঘটিত ওই আত্মঘাতী হামলার ব্যাপারে শাহরুখ নিন্দা জানান এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ওই ঘটনার জেরেই ১৮ ফেব্রুয়ারি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এক ঘোষণায় জানায়, ভারতের চলচ্চিত্রে কাজ করা পাকিস্তানি সব অভিনেতা-অভিনেত্রীর ওপর এখন থেকে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। পুলওয়ামায় হামলার পর শাহরুখ খানের ব্যাপারে শুধু এই মেসেজই নয়, বরং আরো কিছু মিথ্যে সংবাদ প্রচারিত হয়েছে। এরকম একটি খবরে বলা হয়েছে, শাহরুখ খান পাকিস্তানে ৪৫ কোটি রুপি দান করেছেন, অথচ ভারতের নিহত এসব জওয়ানদের ব্যাপারে তিনি কিছুই করেননি।
সূত্র : বিডি অনলাইন নিউজ ২৪ বিনোদন